হারুয়ালছড়ি গোপালবাড়ি মন্দিরে ধর্মসভা

| বৃহস্পতিবার , ৪ মার্চ, ২০২১ at ১০:৪৮ পূর্বাহ্ণ

ফটিকছড়ির হারুয়ালছড়িতে গোপালবাড়ি মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে মাঘী পূর্ণিমা উপলক্ষে ধর্মসভা সমপ্রতি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. মৃদুল কান্তি দে। প্রধান অতিথি ছিলেন হারুয়ালছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন ভূজপুর থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি লিংকন চক্রবর্তী।
বিশেষ অতিথি ছিলেন ভূজপুর থানা পূজা পরিষদের সাধারণ সম্পাদক রনজিত কুমার শীল, ডা. বিজয় কৃষ্ণ বৈষ্ণব, মাস্টার রতন কান্তি চৌধুরী, প্রকৌশলী কাজল শীল, দুলাল আচার্য, প্রকাশ আচার্য, মুকুল চন্দ্র দে, শ্রীমন্ত্র দে, কুসুম দে, পরিমল দে, ননী গোপাল দে, দিপ্তী রানী পাল, দুলাল শীল, ইউপি সদস্য নিপুর বালা দে, ডা. বরুণ কুমার আচার্য বলাই, পণ্ডিত তরুণ কুমার আচার্য কৃষ্ণ, অর্চ্চনা রানী আচার্য ও সুজন শীল প্রমুখ। সঞ্চালনায় ছিলেন পংকজ কুমার দে। প্রেস বিজ্ঞপ্তি।