চন্দ্র সূর্য গ্রহ তারা
মনের গহিনে দেবে সাড়া
হঠাৎ একদিন চোখের পাতায়
নামবে গভীর ঘুম
থাকবে নাকো কোলাহল আর
বাস্তবতার ধুম।
রঙবেরঙের রঙিন বাতি
জ্বলবে নাতো আর
কোথায় ছিলাম কোথায় গেলাম
রাখবে খবর তার?
হঠাৎ করে জীবন নদীর
থেমে যাবে ঢেউ
ঘুমের কোলে থেকে যাবো
ডাকবে নাতো কেউ।












