তথ্যপ্রযুক্তির এই যুগে আমাদের ফুলের মত সন্তানদের শৈশব বলে কিছু থাকছে না। তারা হারিয়ে যাচ্ছে আধুনিকতার জগতে। আমরা শুধু আমাদের সন্তানদের শিক্ষার মাঝে তাদের ডুবিয়ে রাখছি। কিভাবে ভালো রেজাল্ট করবে তা নিয়েই তাদের মাথায় ঢুকিয়ে দিচ্ছি পড়াশুনার এক বিশাল ভাণ্ডার। তিন বছরে পা দিতে না দিতেই তাদের দিয়ে দিচ্ছি কেজি স্কুলে বাসায় রেখে দিচ্ছি টিউটর। এই পড়ার মাঝে তারা হারিয়ে ফেলছে তাদের রঙিন শৈশব। ইটপাথরের দালান কোটায় বন্দি তাদের ছেলেবেলা। তাদের কাছে এখন শৈশবের খেলা মানে স্মার্ট ফোনে গেইম খেলা বা কার্টুন দেখা। এভাবেই তারা বড় হচ্ছে। কিন্তু একটা জিনিস চিন্তা করুন তো আমরা কি এমন শৈশব কাটিয়েছি?
আমরা এমন শৈশব কাটাইনি। আমরা বড় হয়েছি ছুটাছুটি করে। প্রকৃতির মুগ্ধ ছোঁয়ায় বড় হয়েছি। আমাদের শৈশব ছিলো আনন্দের। বন্ধুদের সাথে নানান খেলায় মেতে বড় হয়েছি।
তবে বলুন তো আমাদের সন্তানকে কেন এমন শৈশব থেকে বঞ্চিত করবো? তারাওতো সুন্দর শৈশবের স্মৃতি মনে ধারণ করার অধিকার রাখে। সুতরাং চলুন প্রকৃতির স্নিগ্ধ ছোঁয়ায় আমরা আমাদের সন্তানের সুন্দর শৈশব ভরিয়ে তুলি। সুস্থ সুন্দর বিনোদনের মধ্য দিয়ে গড়ে উঠুক তাদের ভবিষ্যৎ। তবেই তারা গড়ে তোলবে সোনার বাংলাদেশ।