হারিয়ে যাচ্ছে আমাদের জাতীয় পাখি দোয়েল

মাসুম বিল্লাহ | বুধবার , ২৬ নভেম্বর, ২০২৫ at ৭:৫৮ পূর্বাহ্ণ

এক সময় মাঠেঘাটে, স্কুলকলেজের প্রাঙ্গণে, গাছে গাছে কিংবা সর্বত্র চোখে পড়তো জাতীয় পাখি দোয়েল। দোয়েল তার লেজ নাড়িয়ে ব্যস্ততার সাথে চলতো এক ডাল থেকে আরেক ডালে। কিন্তু সময়ের সাথে সাথে তেমন দেখা মিলছে না সেই চিরচেনা পাখিটিকে। দেশের অর্থনৈতিক চিন্তা কিংবা প্রকৃতির খাতিরে প্রতিটি প্রাণিই আমাদের সম্পদ। ইকোলোজিক্যাল ভারসাম্য রক্ষায় প্রতিটি প্রাণী অতীব জরুরি।

সহজলভ্যতা, ঘনিষ্ঠতা, মনোরম সুর এবং প্রকৃতিতে অবদানের জন্যই দোয়েল বাংলাদেশের জাতীয় পাখি। ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফসলকে রক্ষা করাই যেন দোয়েলের দায়িত্ব। বন ধ্বংস, পরিবেশ দূষণ, নির্বিচারে গাছ কাটা, জমিতে কীটনাশকের আধক্য, পাখির বিচরণ ক্ষেত্র ও খাদ্য সংকট দোয়েল পাখি বিলুপ্তির কারণ বলে বিশেষজ্ঞদের ধারনা। জাতীয় পাখি বিলুপ্তির যথাযথ কারণ শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না গেলে শুধু বইয়ের ছবিতেই দেখতে হবে পাখিটিকে।

পূর্ববর্তী নিবন্ধলেখালেখি জীবনের প্রথম আগ্রহ আজাদী পত্রিকা
পরবর্তী নিবন্ধসময়ের শুভ চিন্তা