হায়দ্রাবাদের বিপক্ষেও খেলা হলো না মোস্তাফিজের

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ৬ এপ্রিল, ২০২৪ at ১০:৫৫ পূর্বাহ্ণ

আইপিএলে গত রাতে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নেমেছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে এই ম্যাচে খেলতে পারেননি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এবারের আইপিএলে প্রথম দুই ম্যাচে দুর্দান্ত খেলার পর গত মঙ্গলবার সন্ধ্যার ফ্লাইটে ঢাকায় আসেন মোস্তাফিজ। মুলত যুক্তরাষ্ট্রের ভিসা সংক্রান্ত কাজের জন্য দেশে এসেছিলেন এই পেসার। গত বৃহস্পতিবার রাতে টিটোয়েন্টি বিশ্বকাপে খেলতে যেতে ভিসার কার্যক্রম শেষ করেন মোস্তফিজ। ভিসার কাজ শেষে গতকালই চেন্নাইয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল মোস্তাফিজের। তবে ভারত ফিরে যাওয়ার আগে কিছু জটিলতায় পড়েছেন এই বাংলাদেশ পেসার। যে কারণে সময়মতো হায়দ্রাবাদে পৌঁছানো অনিশ্চিত হয়ে পড়ে মোস্তাফিজের। ফলে গতকালের ম্যাচে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার পেসার। মোস্তাফিজের পরিবর্তে সিএসকের একাদশে থাকতে পারেন রহস্যময় লঙ্কান স্পিনার মাহিশ থিকসানা। এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র খেলোয়াড় হিসেবে খেলছেন মোস্তাফিজ। প্রথম চার উইকেট নিয়ে দারুন শুরু করেছিলেন মোস্তাফিজ। পরের ম্যাচে নিয়েছেন এক উইকেট। যুক্তরাষ্ট্রের ভিসার প্রক্রিয়ার জন্য ঢাকায় আসার টানা দুই ম্যাচে খেলতে পারলেননা মোস্তাফিজ। এখন পরের ম্যাচে আবার মাঠে নামেন কিনা কাটার মাস্টার সেটাই এখন দেখার অপেক্ষা।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের বিপক্ষে জোড়া সেঞ্চুরি আইসিসির মার্চ মাসের সেরার লড়াইয়ে কামিন্দু
পরবর্তী নিবন্ধবাবরকে নেতৃত্বে ফেরানো নতুন পরিকল্পনা বলছেন শান মাসুদ