হামাস শর্ত না মানলে গাজা সিটি ধ্বংস হবে : ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

| শনিবার , ২৩ আগস্ট, ২০২৫ at ১২:৩৫ অপরাহ্ণ

ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাস নিরস্ত্র হওয়া এবং সব জিম্মিকে মুক্তি দিতে রাজি না হলে গাজা সিটি ধ্বংস করে দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। ইসরায়েলি মন্ত্রিসভা আন্তর্জাতিক নিন্দাসমালোচনা উপেক্ষা করে গাজা সিটিতে ব্যাপক সামরিক হামলার পরিকল্পনা অনুমোদনের পর কাটজ এ মন্তব্য করলেন। তিনি বলেন, ইসরায়েলের শর্ত না মানলে হামাসের ওপর নরকের দ্বার খুলে যাবে। সোমবার কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস ৬০ দিনের একটি যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়। প্রস্তাবটির আওতায় যুদ্ধবিরতির ওই সময়ের মধ্যে গাজায় আটক থাকা অর্ধেক জিম্মিকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। নেতানিয়াহু বলেন, তিনি সব জিম্মির মুক্তি এবং গাজা যুদ্ধের অবসান ইসরায়েলের কাছে ‘গ্রহণযোগ্য শর্তে’ হওয়া নিয়ে আলোচনা শুরুর নির্দেশ দিয়েছেন।

ইসরায়েলের ধারণা, ২২ মাস যুদ্ধের পর গাজায় আটক ৫০ জন জিম্মির মধ্যে মাত্র ২০ জন জীবিত আছে। ইসরায়েলের গণমাধ্যম এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, আলোচনার জন্য প্রতিনিধিদের পাঠানো হবে একবারে বৈঠকের স্থান চূড়ান্ত হলে। বৃহস্পতিবার রাতে গাজা ডিভিশনের সদরদপ্তর পরিদর্শনে গিয়ে এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, “আমি নির্দেশ দিয়েছি যেন অবিলম্বে সব জিম্মির মুক্তি নিয়ে আলোচনা শুরু হয়।

গাজা সিটির নিয়ন্ত্রণ নেওয়া এবং হামাসকে পরাজিত করার জন্য ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পরিকল্পনা অনুমোদন করতে আমি এখানে এসেছি। দুটি বিষয়ু হামাসকে পরাজিত করা এবং সব জিম্মির মুক্তি একসঙ্গেই চলুক।

পূর্ববর্তী নিবন্ধশ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে গ্রেফতার
পরবর্তী নিবন্ধপতেঙ্গায় ব্যাংকারের বাসার জানালার গ্রীল কেটে দুর্ধর্ষ চু‌রি