হামজার সঙ্গে সিলেটি ভাষায় কথা বলার অপেক্ষায় ফুটবলাররা

| সোমবার , ১০ মার্চ, ২০২৫ at ১১:০২ পূর্বাহ্ণ

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরি বাংলাদেশের হয়ে খেলবেন। ২৫ মার্চ ভারতের বিপক্ষে খেলতে তিনি এক সপ্তাহ আগেই বাংলাদেশে আসবেন। হামজার সঙ্গে অনুশীলন, খেলার জন্য মুখিয়ে আছেন দলের অন্য সদস্যরা। বাংলাদেশ ফুটবল দলের প্রাথমিক স্কোয়াডে রয়েছেন সহোদর সাদ ও তাজ উদ্দিন। সাদ উদ্দিন এখন দলের অন্যতম সিনিয়র ফুটবলার। তার ভাই তাজ উদ্দিন জাতীয় দলে পথ চলা শুরু করবেন। হামজার বাড়ি সিলেট বিভাগের হবিগঞ্জে। তাই তাজ হামজার সঙ্গে সিলেটি ভাষায় কথা বলার জন্য অপেক্ষায় রয়েছেন। তাজ বলছিলেন, ‘হামজা ভাই আসলে সিলেটি ভাষায় কথা বলবো। তাকে শেখাবো। যদিও উনি অনেক জানেন। ড্রেসিংরুম শেয়ার করবো।’ বাংলাদেশ ফুটবল দলে একাধিক ফুটবলার রয়েছেন সিলেটের। আবার অনেকের জন্ম ও বেড়ে উঠা সিলেটে না হলেও সিলেটি ভাষায় আলাপ করতে পারেন। তারাও চান হামজার সঙ্গে সিলেটি ভাষায় কথা বলতে। তাজ উদ্দিন হামজার জন্য রোমাঞ্চিত হলেও নিজের পজিশন নিশ্চিত করতেও মরিয়া। এখন ২৮ জনের দল থাকলেও হামজা ও ফাহমিদুল যোগ দিলে হবে ৩০। ঢাকা থেকে ভারতের উদ্দেশ্যে ২৩ জনের স্কোয়াড নিয়ে রওনা দেবেন ক্যাবরেরা। প্রাথমিক দলে থাকা সাত জন বাদ পড়বেন। তাই তাজ উদ্দিনের ভাবনা স্কোয়াডে জায়গা নিশ্চিত করা। তিনি বলেন, ‘আগেও সৌদি আরবে এসেছি। অনুশীলন ভালো হচ্ছে। কোচ অনেক কিছু শেখাচ্ছেন। দলে টিকে থাকার চেষ্টা করছি।’

পূর্ববর্তী নিবন্ধটস হারায় লারার রেকর্ড স্পর্শ রোহিতের
পরবর্তী নিবন্ধভিডিও দেখে ভারতের দুর্বলতা খোঁজার চেষ্টায় বাংলাদেশ