চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে গত ১৬ নভেম্বর বিকাল ৫টায় ইদানিং সাহিত্য চর্চা কেন্দ্র চট্টগ্রামের উদ্যোগে ইদানিং– হাবিলদার রজব আলী খাঁ স্মৃতি পুরস্কার ও গুণীজন সংবর্ধনা, হাবিলদার রজব আলী খাঁ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মিনহাজুল ইসলাম মাসুমের সভাপতিত্বে ও মোহাম্মদ কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য,প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ডিন অধ্যাপক ড. মোহীত উল আলম। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক এমকেএম ফজলুল করিম চৌধুরী। আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ মমতাজ উদ্দিন কাদেরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. ফরিদ উদ্দিন ফারুক, কবি কমরুদ্দিন আহমদ, মাসিক দ্বীন দুনিয়ার সম্পাদক মুহাম্মদ জাফর উল্লাহ।
সংবর্ধিতজনরা হলেন, সাহিত্যে মুহাম্মদ মহিউদ্দিন, শিশু সাহিত্যে জুলফিকার শাহাদাৎ, শিক্ষায় লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান, সমাজসেবায় ডা. মোহাম্মদ ওমর ফারুক। এতে আরো বক্তব্য রাখেন খোরশেদ মুকুল কফিল উদ্দিন দুলাল, জিতেন্দ্র লাল বড়ুয়া, সোহেল ফখরুদ্দীন সৈয়দ খালেদুল আনোয়ার, আলী আসকর, হামিদুর রহমান, আলী প্রয়াস, মোস্তফা হায়দার। এতে ছড়া ও কবিতা আবৃত্তি করেন, আবু ইউসুফ সুমন, কুতুবউদ্দিন বখতেয়ার, আলাউদ্দিন কবির প্রমুখ।
অধ্যাপক ড. মোহীত উল আলম বলেন, সারাদেশে হাবিলদার রজব আলীর সাহস ও কীর্তিকে আমাদের নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে। সিপাহী বিপ্লবের সময় হাবিলদার রজব খাঁ চট্টগ্রামে বিদ্রোহে নেতৃত্ব দেন। ব্রিটিশ জেল খানায় আক্রমণ করে সকল বন্দীকে তিনি মুক্ত করেন। স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান অনস্বীকার্য। অথচ দুর্ভাগ্যজনক হলেও সত্য এ মানুষের নামটি মুছে যাচ্ছে মানুষের অগোচরে। তিনি ইদানিং সাহিত্যর্চচা কেন্দ্রের এই ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। প্রেস বিজ্ঞপ্তি।