হাবিব স্টিল লিমিটেডের চেয়ারম্যান ও এমডির এক বছরের কারাদণ্ড

চেক ডিজঅনার মামলা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৯ এপ্রিল, ২০২৫ at ১০:১৪ পূর্বাহ্ণ

মার্কেন্টাইল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় হাবিব স্টিল লিমিটেডের চেয়ারম্যান ইয়াকুব আলী এবং তার ভাই প্রতিষ্ঠানটির এমডি মোহাম্মদ ইয়াসিন আলীকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ কোটি টাকা জরিমানা করেছে আদালত। গতকাল চট্টগ্রামের চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ মুহাম্মদ আবু আমর এ রায় ঘোষণা করেন। ব্যাংকের পক্ষের আইনজীবী নুসরাত আরা হীরা আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন।

আদালতসূত্র জানায়, আসামিরা হাবিব স্টিল লিমিটেডের নামে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, আগ্রাবাদ শাখা থেকে ঋণ নেন। এর বিপরীতে ২০ কোটি টাকার একটি চেক প্রদান করেন। উক্ত চেক নগদায়নের জন্য উপস্থাপন করলে ২০২৩ সালের ৪ সেপ্টেম্বর তা ডিজঅনার হয়। এ ঘটনায় প্রথমে লিগ্যাল নোটিশ দেওয়া হয়। পরবর্তীতে ২০২৩ সালের ১৭ অক্টোবর চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের বিরুদ্ধে একটি চেক ডিজঅনার মামলা দায়ের করা হয়।

অ্যাডভোকেট নুসরাত আরা হীরা বলেন, আসামিদের বিরুদ্ধে গত বছরের ৩১ অক্টোবর চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।

পূর্ববর্তী নিবন্ধপ্রতারণার মামলায় মডেল মেঘনার জামিন
পরবর্তী নিবন্ধলাইসেন্স পেল স্টারলিংক