দেশের জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এ তারকা নতুন গান তৈরি করছেন। এ গানের কথা লেখার দায়িত্ব দিয়েছেন ফেসবুকে তার ভক্তদের। সোমবার সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ তার ফেসবুক পেজে লিখেছিলেন ‘বৃষ্টি যদি আর না থামে আজ…’। বাকিটা লিখতে বলেছেন অন্যদের! এ পোস্টের নিচে ভক্তদের দেওয়া বাক্য নিয়ে সাজাতে চান তিনি। যা দিয়ে তৈরি হবে গানটি।
হাবিব এ ব্যাপারে বলেন, ‘স্ট্যাটাস দেওয়ার পর অনেকেই অনেক সুন্দর সুন্দর লাইন পাচ্ছি। অনেকেই খুব ভালো লিখছেন। বলেছিলাম, এক লাইন করে নিবো কিন্তু একজনের লেখা ৪ লাইনও ভালো লেগে গেছে! সেটাও নিচ্ছি।’
তিনি আরও বলেন, ‘এই গানটি করার মূল আইডিয়াটাই এসেছিলো লকডাউনে বসে কয়েকজন মিলে লেখার একটি ভাবনা থেকে। তাই আমি চাই আরও কয়েকজন অংশগ্রহণ করুক এই গানে!’ এদিকে, সমপ্রতি হাবিব তৈরি করেছেন নতুন গান ‘বাধাহীন আমার মনের এই গল্প’। এই গানে কণ্ঠ দিয়েছেন গায়িকা ন্যানসির মেয়ে রোদেলা। মায়ের মতোই হাবিবের সুর ও সংগীতে গেয়েছে সে।