হাতিয়ার ভাসানচরে পৌঁছল আরও ৫০৬ রোহিঙ্গা

| বুধবার , ৩০ অক্টোবর, ২০২৪ at ৮:৪৫ পূর্বাহ্ণ

কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে নোয়াখালীর ভাসানচরে আনা হয়েছে নতুন আরও ৫০৬ জন রোহিঙ্গাকে। এদের সঙ্গে ভাসানচর ছেড়ে কক্সবাজারে চলে যাওয়া ৪০৬ জনকেও ফিরিয়ে আনা হয়েছে।

গত সোমবার বেলা ১১টায় তারা ভাসানচর পৌঁছায়। এর আগে সকাল ৭টা ৪৫ মিনিটে চট্টগ্রামের পতেঙ্গা থেকে জাহাজ বানৌজা টুনা, বানৌজা তিমি ও বানৌজা ডলফিন মোট ৯১২ জন রোহিঙ্গা নিয়ে ভাসানচরের উদ্দেশ্যে রওনা দেয়। খবর বাসসের। গত রাতে কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে এদের চট্টগ্রামে আনা হয়। পরে সকাল নৌবাহিনীর তত্ত্বাবধানে তাদের তিনটি জাহাজে তোলা হয়। যারমধ্যে বানৌজা টুনাতে ১১৫ জন পুরুষ, ৮২ জন মহিলা ও ১০৫ শিশু, বানৌজা তিমিতে ৭৭ জন পুরুষ, ৮৬ জন মহিলা ও ১৩৭ শিশু এবং বানৌজা ডলফিনে ৮৯ জন পুরুষ, ৯৫ জন মহিলা ও ১২৬ জন শিশু ছিল। এছাড়া তিনটি জাহাজে ৬টি মেডিক্যাল টিম, ২ জন মেডিক্যাল অফিসার, ৩ জন এনএসআই ও ১৪ জন রেডক্রিসেন্ট সদস্য ছিলেন।

ভাসানচর থানার ওসি আবু জাফর জানান, এ ধাপে নতুন করে আরও ৫০৬ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু রোহিঙ্গাকে ভাসানচর আনা হয়েছে। ভাসানচর ক্যাম্প থেকে কক্সবাজারে যাওয়ায় আরও ৪০৬ জন রোহিঙ্গা নতুনদের সাথে ফিরে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাহ
পরবর্তী নিবন্ধআমেরিকান কাউন্সিলের কর্মশালা