হাটহাজারী বাসস্ট্যান্ড চত্বরে ট্রাফিক পুলিশের দায়িত্বে নিসচা

| বুধবার , ১৪ আগস্ট, ২০২৪ at ৭:৩৩ পূর্বাহ্ণ

গতকাল সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত হাটহাজারী বাসস্ট্যান্ড চত্বরে নিরাপদ সড়ক চাই চট্টগ্রাম উত্তর জেলা শাখা, আনসার সদস্য, ফায়ার ফাইটার ও ছাত্রছাত্রীরা ঐক্যবদ্ধ হয়ে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের দায়িত্বে কাজ করে। নিসচা কর্মীরা সড়কের সিগন্যালে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন। কেউ ট্রাফিক সিগন্যাল অমান্য করলেই তারা চালকদের বাধা দেন।

এ চত্বরে ৩টি আঞ্চলিক মহাড়কের রাস্তা এসে একত্রিত হয়েছে। অঙিজেন, খাগড়াছড়ি ও রাঙামাটি থেকে আসা/যাওয়া সকল প্রকার যানবাহন চলাচলে এ চত্বরটি ব্যবহার করতে হয়, যার ফলে এ ওয়াই সেকশনে যানজট সব সময় লেগে থাকে।

মূলত দেশের ক্রান্তিলগ্নে সড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় পুলিশ না থাকায় নিসচা’র চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নির্দেশনায় সারাদেশে ১২২ টি শাখায় একযোগে ট্রাফিক কর্মসূচি পালন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় নিসচা চট্টগ্রাম উত্তর জেলার এই কর্মসূচি পালন করে।

নিসচা চট্টগ্রাম উত্তর জেলা শাখার আহ্বায়ক জয় দাশ গুপ্ত বলেন, সড়কে যানজট নিরসনের লক্ষ্যে আমরা সড়কে সব সময় বৃদ্ধমান, যারা সড়কের সৃঙ্খলা নষ্ট করছে তাদের কে সচেতন করার চেষ্টা অব্যাহত রয়েছে, চলামান ট্রাফিক সংকট কাটিয়ে উঠতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে যে যার অবস্থান থেকে সড়কে কাজ করে যেতে হবে। এতে অংশগ্রহণ করেন, নিসচা চট্টগ্রাম উত্তর জেলা শাখার আহ্বায়ক জয় দাশ গুপ্ত, কার্যকরি সদস্য মোঃ আরাফাত, সাধারণ সদস পার্থ, আরমান, সাবিত, নাঈম, আনসার সদস্য, ফায়ার ফাইটার, ছাত্রছাত্রী সহ আরো অনেকে কাজ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধদীঘিনালায় ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধমাজার শরীফে হামলার প্রতিবাদে বিশ্ব সুন্নী আন্দোলনের মানববন্ধন