হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশন পরিদর্শনে উপ-সহকারী পরিচালক

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ মে, ২০২৫ at ১০:৩৬ অপরাহ্ণ

হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন পরিদর্শন করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জোন-৩ এর উপ-সহকারী পরিচালক মো: আব্দুল মন্নান।

মঙ্গলবার (২৭মে) সকাল ৮ টা ৪০ মিনিটের দিকে তিনি আনুষ্ঠানিকভাবে এ স্টেশনটি পরিদর্শন করেন।

উপ-সহকারী পরিচালক মো.আব্দুল মন্নান এ স্টেশনের কর্মকর্তা–কর্মচারীদের দিকনির্দেশনা প্রদান করেন। এর পূর্বে তিনি হাটহাজারী ফায়ার সার্ভিসের কার্যালয়ে এসে পৌঁছলে অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা তাকে অভ্যার্থনা জানান।

এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন অত্র স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নান ও ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন।

উপ-সহকারী পরিচালককে সালাম প্রদান করে স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নান।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁওয়ে স্বামী-স্ত্রীসহ ৩ আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসাগরে লঘুচাপ, বন্দরে ৩ নং সতর্কতা সংকেত