হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী পৌরসভার সভাপতি মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম মেহেদী (৫৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। গতকাল শুক্রবার দুপুরের দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি হাটহাজারী পৌরসভার ফটিকা ৬ নম্বর ওয়ার্ডস্থ মেহেদী পাড়ার দুলা মিয়া সওদাগর বাড়ির মরহুম গুরা মিয়া সওদাগরের পুত্র। মরহুম মাওলানা জাহাঙ্গীর মেহেদী চট্টগ্রাম মহিলা মাদ্রাসা শিক্ষা বোর্ডের সচিব ও সুবেদার পুকুর পাড়স্থ সুমাইয়া (রা.) মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকালের দিকে মাওলানা জাহাঙ্গীর মেহেদী শারীরিকভাবে অসুস্থতাবোধ করলে পরিবারের লোকজন তাকে পৌরসদরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। অবস্থা সংকটাপন্ন বিবেচনায় সেখানকার চিকিৎসক তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন। তবে হাসপাতালে পৌঁছার আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র সন্তান, আত্মীয়–স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
গতকাল বাদে আছর হাটহাজারী মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এদিকে মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম মেহেদীর ইন্তেকালে হাটহাজারীর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।