হাটহাজারী পৌরসভার আলমপুরে অগ্নিকাণ্ড

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৭ এপ্রিল, ২০২৫ at ১০:৩৮ পূর্বাহ্ণ

হাটহাজারী পৌরসভার ৮ নং ওয়ার্ডের আলমপুর গ্রামে সংঘটিত অগ্নিকাণ্ডে এক পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে। গত সোমবার দিবাগত রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাপ্ত সংবাদে প্রকাশ। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫ লক্ষাধিক টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। সংবাদ পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শী এবং ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাতে উক্ত এলাকায় অগ্নিকান্ডের সূত্রপাত হলে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পরে। এতে করে এই এলাকার জনৈক সুজিত বনিকের বসত ঘর ও ঘরে রক্ষিত যাবতীয় মালামাল পুড়ে যায়। সংবাদ পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিদুর্গতরা বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।

পূর্ববর্তী নিবন্ধবাড়ি ফেরা হলো না খাদেজার
পরবর্তী নিবন্ধভোরের কাগজের মিডিয়া তালিকাভুক্তি বাতিল