হাটহাজারী তাণ্ডবের ১০ মামলার তদন্তে ৪ সংস্থা

কারাগারে ৭৯ জন, ১১ জনের জবানবন্দি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩ জুন, ২০২১ at ১০:১৫ পূর্বাহ্ণ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে হাটহাজারীতে তাণ্ডবের ঘটনায় গত ৩০ মার্চ অজ্ঞাত কয়েক হাজারকে আসামি করে থানায় ৬টি মামলা হয়। পরবর্তীতে গত ২২ এপ্রিল হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী ও বিএনপি নেতা মীর হেলালকে আসামি করে পৃথক তিনটিসহ এ পর্যন্ত ১০টি মামলা হয়। গ্রেফতার করা হয় হেফাজতের বেশ ক’জন গুরুত্বপূর্ণ নেতাসহ অসংখ্য নেতাকর্মীকে। আরও গ্রেফতার করা হয় জামায়াত নেতা সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী।
জেলা পুলিশ ও আদালত সূত্র জানায়, হাটহাজারী তান্ডবের ১০টি মামলা তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনীর ৪ সংস্থা। এর মধ্যে ২টি করে মামলার তদন্ত করছে পিবিআই ও সিআইডি। ১টির তদন্ত করছে জেলা ডিবি। বাকি ৫টি মামলা তদন্ত করছে হাটহাজারী থানা পুলিশ। জেলা পুলিশের প্রসিকিউশন শাখার একটি সূত্র জানায়, হাটহাজারীর ঘটনায় দায়ের হওয়া ১০ মামলায় এ পর্যন্ত ৭৯ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে হেফাজতের কেন্দ্রীয় নেতাসহ ১১ আসামি তান্ডবের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। এছাড়া হেফাজতের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আজিজুল হককে ২ মামলায় ৬ দিন ও আফতাব উদ্দিন পিয়ারুকে ৩ মামলায় ৯ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধজীবন-জীবিকায় প্রাধান্য
পরবর্তী নিবন্ধপটিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান বাবু কারাগারে