মুজিববর্ষ উপলক্ষে গৃহ হস্তান্তর এবং নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের উদ্বোধনী অনুষ্ঠানে হাটহাজারী ও চন্দনাইশের দুই অসহায় নারীর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রোববার বাংলাদেশ পুলিশ আয়োজিত এই অনুষ্ঠানে চট্টগ্রাম প্রান্তে যুক্ত হয়ে তিনি তাদের সঙ্গে কথা বলেন।
গৃহ হস্তান্তর, নারী, শিশু, বয়স্ক, প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে সেবা নিয়ে হাটহাজারীতে ঘর পাওয়া সেলিনা আকতার প্রধানমন্ত্রীকে জানান, এক যুগ আগে তার স্বামী তাকে ছেড়ে চলে যান। চার কন্যা সন্তান নিয়ে ভূমিহীন সেলিনার মাথা গোঁজার ঠাঁই ছিল না। এমন দিন গেছে তাকে না খেয়ে থাকতে হয়েছে। সীমাহীন কষ্টের মধ্যে অসহায় অবস্থায় দিন কাটাতে হয়েছে। মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তিনি ভূমিহীন, গৃহহীন অসহায় নারী হিসাবে ঘর পেয়ে তার চার কন্যা সন্তান নিয়ে মাথা গোঁজার ঠাঁই হয়েছে। অপর দিকে সার্ভিস ডেস্কে সেবা নেওয়া বৃষ্টি রাণী শীল জানান, কোর্ট ম্যারেজের মাধ্যমে তাদের বিয়ে হয়েছিল বলে পরিবার তাকে মেনে নিচ্ছিলো না। গত ১৫ ফেব্রুয়ারি তিনি থানার ওই ডেস্কে গিয়ে নারী পুলিশ সদস্যকে সমস্যার কথা জানালে দুই পরিবারকে ডেকে সমস্যার সমাধান করে দেয়া। গত ১৮ ফেব্রুয়ারি তাদের আনুষ্ঠানিক বিয়ে হয়। তারা বর্তমানে সুখে আছেন। বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, বাংলাদেশ পুলিশের জন্য দোয়া করছেন। এ সময় প্রধানমন্ত্রী প্রত্যুত্তরে যেই মহিলা পুলিশ তার কাজ করে দিয়েছেন তার জন্য দোয়া করতে বলেন এবং তার সুখ শান্তি কামনা করেন।