হাটহাজারী থেকে র্যাব-৭ বিশেষ অভিযান চালিয়ে নগরীর পাঁচলাইশ থানাধীন বিবিরহাট এলাকায় নিখোঁজ হওয়া ষোল বছর বয়সী রেসমা (ছদ্মনাম) নামের এক কিশোরীকে উদ্ধার করেছে।
রবিবার (১৮ মে) বেলা ১১ টার দিকে র্যাব- ৭ সিপিসি ২ হাটহাজারী ক্যাম্পের এসপি সাইফুর রহমান এ প্রতিবেদককে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এর আগে গত শনিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ০৯নং ওয়াডস্থ মেখল ফকিরহাট এলাকার মৃত জালাল উদ্দীনের ঘর থেকে র্যাব-৭ সিপিসি-২ হাটহাজারী ক্যাম্পের সদস্যরা ওই কিশোরীকে উদ্ধার করে।
র্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্প সিপিসি ২ এর ডিএডি মো.নুরুল আলম গণমাধ্যমকে জানান, চট্টগ্রাম নগরীর পাচঁলাইশ থানার বিবিরহাটের ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডের সুন্নীয়া মাদ্রাসার সলিমুল্লাহ শাহ এলাকা থেকে গত ১৫ মে বিকাল আড়াটার দিকে রেশমা (ছদ্মনাম) নামের অপ্রাপ্ত বয়সী এক কিশোরী নিখোঁজ হয়। তার পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে না পেয়ে গত শুক্রবার (১৬ মে) পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে অভিযোগের বিষয়ে র্যাব ৭ কে অবহিত করলে তারা তথ্য প্রযুক্তির সহায়তায় হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়ন ৯নং ওয়ার্ডস্থ ফকিরহাট বাজারের পূর্ব পাশে মৃত জালাল উদ্দীনের ঘর থেকে উক্ত কিশোরীকে উদ্ধার করে।
তিনি আরও জানান, উদ্ধার করা ওই কিশোরীকে তার পরিবার ও পাঁচলাইশ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে জানতে পাঁচলাইশ থানায় নিখোঁজ ডাযেরী করা ভিকটিমের মা আনোয়ার বেগমের মুঠোফোনে রিং দিলে তাঁর ফোনটি বন্ধ রাখায় যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
জানতে চাইলে পাঁচলাইশ থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই নয়ন আহমেদ রবিবার সকালের দিকে গণমাধ্যমকে জানান, ডায়েরি করার পর আমরা বিষয়টি বিভিন্ন থানা পুলিশ ও র্যাব ৭ কে জানায়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাব ৭ এর হাটহাজারী সিপিসি ২ হাটহাজারী ক্যাম্পের সদস্যরা উক্ত কিশোরীকে উদ্ধার করে আমাদের নিকট হস্তান্তর করলে ভিকটিমকে তার মায়ের হেফাজতে বুঝিয়ে দেয়া হয়।
হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে এ প্রতিবেদককে জানান, র্যাব বিভিন্ন থানা নিয়ে কাজ করেন। যে থানায় অভিযোগ থাকে র্যাব আসামি ধরে বা ভিকটিমকে উদ্ধার করে পরবর্তী পদক্ষেপের জন্য সেই থানা পুলিশের হাতে তুলে দেন। আর গতকাল র্যাব যে ভিকটিমকে উদ্ধার করেছে সে ব্যাপারে আমাদের কিছু জানাননি।