হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ২৮ মে, ২০২৫ at ১০:১০ পূর্বাহ্ণ

হাটহাজারীর ৩নং মির্জাপুর ইউনিয়ন পরিষদের ২০২৫২০২৬ ইংরেজী অর্থ বছরের ১,৯২,৬৭,০৬৮/- টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার ইউপি মিলনায়তনে বাজেট ঘোষণা করেন মির্জাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান১ মোঃ জাকির হোসেন। উন্মুক্ত বাজেট অধিবেশনে ইউনিয়নের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। তৎমধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলার নির্বাহী অফিসার এ.বি.এম. মশিউজ্জামান। বাজেটে ইউপির নিজস্ব রাজস্ব আয় ৫৩,৭৮,০৬৮ টাকা এবং নিজস্ব রাজস্ব ব্যয় ৫০,৯৫,৬০০ টাকা ও নিজস্ব রাজস্ব উদ্ধৃত্ত ২,৮২,৪৬৮ টাকা এবং উন্নয়ন আয় ১,৩৮,৮৯,০০০ টাকা ও উন্নয়ন ব্যয় ১,৩৮,৮৯,০০০ টাকা ধরে সর্বমোট ১,৯২,৬৭,০৬৮ টাকা আয় এবং সর্বমোট ১,৮৯,৮৪,৬০০ টাকা ব্যয় দেখিয়ে রাজস্ব উদ্ধৃত্ত ২,৮২,৪৬৮ টাকা রেখে বাজেট ঘোষণা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচবি আয়োজিত আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে বিজিএমইএ নির্বাচনের প্রার্থী পরিচিতি সভা