হাটহাজারীতে একটি মুরগী খামারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার উপজেলার ধলই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মুরাদ ঘাটা এলাকায় আবুল কালামের একতলা ভবনের ছাদের উপর স্থাপিত মুরগী খামারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল দুপুরের দিকে আবুল কালামের মালিকানাধীন একতলা ভবনের ছাদে স্থাপিত মুরগীর খামারে সংঘটিত অগ্নিকাণ্ডে বৈদ্যুতিক মিটার, মালামালসহ আসবাবপত্র পুড়ে যায়। সংবাদ পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি টিম আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।