হাটহাজারীর গুমানমর্দ্দন ইউনিয়নের রুদ্রপুর বড়ুয়া পাড়ায় সংঘটিত অগ্নিকাণ্ডে ২ পরিবার নিঃস্ব হয়ে গেছে। গত শনিবার বিকেলে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমান ৫ লক্ষাধিক টাকা হবে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শী ও অগ্নিদুর্গতদের পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল শনিবার গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্র হয়ে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে সঞ্চয় বড়ুয়া ও সুদর্শন বড়ুয়ার ২পরিবারের ৫টি ঘর, ঘরে রক্ষিত মালামাল, ভোটার আইডি কার্ড ও মূল্যবান কাগজপত্র মুহূর্তে পুড়ে যায়। এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। বর্তমানে অগ্নিদুর্গতরা মানবেতর জীবন যাপন করছে।
ক্ষতিগ্রস্ত সঞ্চয় বড়ুয়া জানান, গতকাল বিকালে তার পার্শ্ববর্তী সুদর্শন বড়ুয়ার ঘরের গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে তার বসত ঘর ও ঘরে রক্ষিত যাবতীয় মালামাল ও মূল্যবান কাগজ পুড়ে যায়। স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।