হাটহাজারীর হালদা নদীর সংযোগ কুমার খালী খাল থেকে গতকাল সোমবার রাতে আবুল কাসেম (৩২) নামে নিখোঁজ সিএনজি চালকের লাশ উদ্ধার করা হয়েছে। সে উত্তর মার্দাশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রহমত ঘোনা ওয়াহিদ টেন্ডারের বাড়ির নূরুল হকের পুত্র।
১০ নং উত্তর মার্দাশা ইউ পি চেয়ারম্যান শাহেদুল আলম জানান, তিনি স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন গত শুক্রবার আবুল কাসেম তার পরিচালিত সিএনজি টেক্সিটি তার মালিককে বুঝিয়ে দেন। এরপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যায়নি।
বিষয়টি পরদিন তার পরিবারের পক্ষ থেকে থানা পুলিশকে অবহিত করা হয়। গতকাল আনুমানিক নয়টা সাড়ে নয়টার দিকে হালদা নদীর সংযোগ কুমারখালি খালের নাপিতের ঘাটা নামক স্থানে তার লাশ স্থানীয়রা দেখতে পেয়ে বিষয় থানা পুলিশকে জানায়। রাতে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।