হাটহাজারীর কুয়াইশ নুরু সওদাগরের ভাড়া ঘরে আজ রবিবার রাত সাড়ে সাতটার দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
চুহুর খান চৌধুরী হাটে চুহুর খান চৌধুরী জামে মসজিদ কবরস্থানের পাশে ভাড়া ঘরে এই সিলিন্ডার বিস্ফোরণ ঘটে।
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কেউ হতাহত না হলেও ঘরে রাখা মালামাল পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস আসার পূর্বে স্থানীয় লোকজন সিলিন্ডারের আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শিকারপুর ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান এম লোকমান হাকিম।