হাটহাজারীতে ৫ পুরনো, ৮ নতুন চেয়ারম্যান

ইউনিয়ন পরিষদ নির্বাচন

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ২৯ নভেম্বর, ২০২১ at ১২:৩৬ পূর্বাহ্ণ

হাটহাজারীতে গতকাল রবিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত ১৩টি ইউপি নির্বাচনে পাঁচজন পুরাতন এবং আটজন নতুন মুখ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

পুরাতন নির্বাচিত চেয়ারম্যানরা হলেন ৪নং গুমানমর্দ্দনে মুজিবুর রহমান, ৬নং ছিপাতলীতে নূরুল আহসান লাভু, মেখলে মো. সালাউদ্দিন চৌধুরী, ৯নং গড়দুয়ারায় সরোয়ার মোরশেদ তালুকদার এবং ১২নং চিকনদণ্ডীতে হাসানুজ্জামান বাচ্চু।

চেয়ারম্যান পদে নতুন নির্বাচিতরা হলেন ২নং ধলইয়ে আবুল মনসুর, ৩নং মির্জাপুরে আকতার হোসেন খাঁন সুমন, ৫নং নাঙ্গলমোড়ায় হারুনুর রশিদ, ১০নং উত্তর মাদার্শায় শাহিদুল আলম, ১১নং ফতেপুরে মো. জয়নুল আবেদিন, ১৩নং দক্ষিণ মাদার্শায় সরোয়ার চৌধুরী, ১৪নং শিকারপুরে এম এ খালেদ, ১৫নং বুড়িশ্চরে মো. জাহেদ হোসাইন।

এই নির্বাচনে আওয়ামী লীগ দলীয় ৭ জন এবং স্বতন্ত্র ৬ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। তাদের মধ্যে একজন বিএনপি সমর্থিত।

আওয়ামী লীগ দলীয় বিজয়ীরা হলেন ৩নং মির্জাপুরে আকতার হোসেন খাঁন সুমন, ৪নং গুমানমর্দ্দনে মুজিবুর রহমান, ৮নং মেখলে মো. সালাউদ্দিন চৌধুরী, ৯নং গড়দুয়ারায় মো. সরোয়ার মোরশেদ তালুকদার, ১০নং উত্তর মাদার্শায় শাহিদুল আলম, ১১নং ফতেপুরে মো. জয়নুল আবেদিন, ১২নং চিকনদণ্ডীতে হাসানুজ্জামান বাচ্চু, ১৩নং দক্ষিণ মাদার্শায় মো. সরোয়ার চৌধুরী।

৬নং ছিপাতলীতে বিএনপি সমর্থিত নূরুল আহসান লাভু, স্বতন্ত্র তথা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ২নং ধলইয়ে মো. আবুল মনসুর, ৫নং নাঙ্গলমোড়ায় স্বতন্ত্র তথা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হারুনুর রশিদ, ১৪নং শিকারপুরে স্বতন্ত্র এম এ খালেদ, ১৫নং বুড়িশ্চরে স্বতন্ত্র তথা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহেদ হোসাইন।

পূর্ববর্তী নিবন্ধপাঁচ ম্যাচ পর থামল বাংলা টাইগার্সের জয়রথ
পরবর্তী নিবন্ধপাঁচ ম্যাচ পর থামল বাংলা টাইগার্সের জয়রথ