হাটহাজারীতে ২ হাজার ৪০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।
গত বুধবার দিবাগত রাতে থানার এস আই মো. সিদ্দিকুর রহমান সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বাসস্ট্যান্ডস্থ একটি দোকানের ভেতর থেকে মো. ইছহাক (৪০), আয়েশা বেগম প্রকাশ সাদিয়াকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ২ হাজার ৪০০পিস ইয়াবা উদ্ধার করা হয়। থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতদের নামে বুধবার রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতদের গতকাল বৃহস্পতিবার কোর্ট হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।












