হাটহাজারীতে কৃষি প্রণোদনার আওতায় ২৮০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা কৃষি অফিস কৃষি সম্প্রসারন অধিদপ্তর বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন। এ উপলক্ষে কৃষি ভবন মিলনায়তনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকতা আল মাসুম সিকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম। বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া। অনুষ্ঠানে উপজেলার আওতাধীন ১৪ ইউনিয়ন, সিটি করপোরেশনের ১টি কৃষি ব্লক ও ১টি পৌরসভায় ২৮০ জন কৃষকের মধ্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকতা রিসালত আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বলেন, কৃষি বিভাগের তৎপরতার কারণে আজ দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। সরকার কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ ছাড়াও ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি প্রদান করছে। কৃষিবান্ধব সরকারের কৃষকের উন্নয়নে নানামুখী পদক্ষেপের কারণে আজ দেশে খাদ্য সংকট নেই।