হাটহাজারীতে স্যালাইন বিক্রির নামে প্রতারণা

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ১০ সেপ্টেম্বর, ২০২১ at ৫:০২ পূর্বাহ্ণ

ওরাল স্যালাইন বিক্রয় প্রতিনিধি সেজে এক গ্রাম্য চিকিৎসকের ওষুধের দোকান থেকে টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে এক প্রতারক। গতকাল বৃহস্পতিবার হাটহাজারীর ফতেয়াবাদস্থ চৌধুরীহাট বাজারের পুষ্প ফার্মেসিতে এই প্রতারণার ঘটনা ঘটেছে। ওষুধের দোকানের মালিক ডা. অশোক কুমার দেব জানান, গতকাল বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মত দোকান খোলেন তিনি। এই সময় এক প্রতারক তার দোকানে এসে ওরাল স্যালাইন বিক্রির কথা বলেন। কয়েক বক্স স্যালাইনের অর্ডার দেন অশোক। প্রতারক ব্যক্তি অর্ডার অনুযায়ী স্যালাইন বাবদ টাকা চাইলে তিনি (ডা. অশোক) একটি ১ হাজার টাকার নোট কথিত স্যালাইন বিক্রয় প্রতিনিধির হাতে তুলে দেন। সে টাকা হাতে নিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর প্রতারণার এই অভিনব কৌশলে স্থানীয় দোকানদার ব্যবসায়ীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসুবিধাবঞ্চিতদের সহযোগিতায় সবাইকে কাজ করতে হবে
পরবর্তী নিবন্ধআল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের পর্ষদীয় সভা