হাটহাজারীতে স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ২৫ জুন, ২০২২ at ১০:৩১ পূর্বাহ্ণ

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় করণীয় ও অন্যান্য স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিয়ন স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ সম্প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহায়তায় আয়োজিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মো. নুরুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত, মোহাম্মদ আব্দুল জলিল, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর (ইউডিএফ), উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ।

কর্মশালায় সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম। সঞ্চালনা করেন আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহানিয়া আক্তার বিল্লাহ।

সেশন পরিচালনা করেন মেডিকেল অফিসার ডা. প্রীতম নন্দী। প্রশিক্ষণের এক পর্যায়ে প্রধান অতিথি হাসপাতালের বর্হিবিভাগে নব স্থাপনকৃত কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন করেন ।

পূর্ববর্তী নিবন্ধকরোনা শিক্ষাঙ্গনে বিরূপ প্রভাব ফেলেছে
পরবর্তী নিবন্ধদুর্ঘটনায় আহত মুক্তিযোদ্ধাকে দেখতে গেলেন সালাম