হাটহাজারীতে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ২৯ নভেম্বর, ২০২৩ at ১০:০৪ পূর্বাহ্ণ

হাটহাজারীতে সেপটিক ট্যাংকে পড়ে গতকাল মঙ্গলবার বিকালে মাসুম ইবনে ইছা () নামে এক শিশু মারা গেছে। সে পৌরসভার ৬ নং ওয়ার্ডের ফটিকা জমিদার বাড়ির প্রবাসী মো. মাসুমের পুত্র।

স্থানীয় সমাজকর্মী নেজাম উদ্দিন জানান, পৌরসভার ৬ নং ওয়ার্ডের ফটিকা জমিদার বাড়ির প্রবাসী মো. মাসুমের দুই জমজ পুত্র একজনের নাম মাসুম ইবনে মুছা, অন্য জনের নাম মাসুম ইবনে ইছা। ইছা গতকাল মঙ্গলবার পরিবারের লোকজনের অজান্তে খেলতে গিয়ে বাড়ির পার্শ্ববর্তী নব নির্মিত একটি পাকা বাড়ির সেপটিক ট্যাংকে পড়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে গিয়ে তাকে ট্যাংকের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শাহারিন আনোয়ার পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা যায়, নিহত শিশুর পিতা মধ্যপ্রাচ্য থেকে আসার কথা থাকলেও টিকেট না পাওয়ায় আসতে পারছেন না। গতকাল রাতেই তার দাফন সম্পন্ন করা হয় বলে জানিয়েছেন নিহতের নিকট আত্মীয় নেজাম উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধচেম্বার সভাপতির সাথে সিঙ্গাপুরের চার্জ দ্য এ্যাফেয়ার্স’র মতবিনিময়
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীরাই আগামীর সুন্দর দেশ গড়ার কারিগর