হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহত হওয়ার ঘটনায় চার সদস্য বিশিষ্ট গঠিত তদন্ত কমিটি গতকাল বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গতকাল সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া ইজতেমা মাঠ সংলগ্ন হাটহাজারী–নাজিরহাট মহাসড়কের দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে গঠিত এই তদন্ত কমিটি। চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে। এ সময় তদন্ত কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) রায়হানা আক্তার উক্তি, চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের প্রতিনিধি হাটহাজারী ট্রাফিক পরিদর্শন (টিআই) বখতিয়ার উদ্দিন, এঙিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট বুয়েটের সহকারী অধ্যাপক ড. আরমানা সাবিহা হক, হাটহাজারী সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ–সহকারী প্রকৌশলী আবু আহাসান মো. আজিজুল মোস্তফা, ফটিকছড়ি উপ–বিভাগীয় প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল নোমান পারভেজ।
সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা যায়।
উল্লেখ, গত মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে উল্লেখিত স্থানে সিএনজিচালিত টেঙি ও বাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৭ জন নিহত ও ওই পরিবারের ১ সদস্যসহ টেঙিচালক গুরুতর আহত হন। বর্তমানে আহত দুইজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।