হাটহাজারীতে সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩০ সেপ্টেম্বর, ২০২১ at ৯:১৮ অপরাহ্ণ

হাটহাজারীর ফতেপুর ইউনিয়ন থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন পশ্চিম পট্টি এলাকায় এই অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান।

তিনি বলেন, “জনৈক সেকান্দর খতিয়ানভুক্ত অবৈধ ৭৮ শতক জায়গা দখলে নিয়ে অবৈধ স্থাপনা গড়ে তোলে। সরকারি এই জায়গা দখলে নিতে অভিযান চালিয়ে স্থাপনা উচ্ছেদ করা হয়। গত দুই বছর আগেও সাবেক ইউএনও একই জায়গায় স্থাপনা নির্মাণ উচ্ছেদ করেছিলেন।”

পূর্ববর্তী নিবন্ধঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল চবিতে
পরবর্তী নিবন্ধখেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু