হাটহাজারীতে সমবায় সমিতি আইন ও বিধিমালা বিষয়ে প্রশিক্ষণ

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৪ অক্টোবর, ২০২৪ at ৮:৪২ পূর্বাহ্ণ

জেলা সমবায় কার্যলয়ের চট্টগ্রামের ভ্রাম্যমাণ ইউনিটের আওতায় সমবায় সমিতি আইন ও বিধিমালা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি হাটহাজারীতে অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা কৃষি অধিদপ্তরের হল রুমে এই কর্মশালায় উপজেলা সহ:পরিদর্শক মো. খালেদ হোসাইনের সঞ্চালনায় উপজেলা সমবায় কর্মকর্তা মো.বখতিয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় আলোচক ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আল মামুন সিকদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুজন কানুনগো, জেলা সমবায় পরিদর্শক অর্পণ দাশ গুপ্ত, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মো. রিয়াজ উদ্দীন জিয়া।

আলোচকরা বাড়ির আঙিনায় শাক সবজি, ফলমূল চাষাবাদ, আধুনিক কৃষি উপকরণ, হাঁসমুরগি গবাদি পশু পালনের মাধ্যমে সমবায় সমিতির সদস্যদের আয় বৃদ্ধি করণ, সমিতির আইন ও বিধিমালাসহ বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন। প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মো. সোলাইমান ও টিটন দাশগুপ্ত।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ড পৌরসভা বিএনপির সভা
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে চালু হল কৃষক বাজার