হাটহাজারীতে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলার ফতেপুর ইউনিয়নের জোবরা গ্রামে গতকাল শুক্রবার সেবামূলক সংগঠন মিলন পূর্ণিমা ফাউন্ডেশনের পক্ষ থেকে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ফাউন্ডেশনের কার্যালয় চত্বরে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শিক্ষক প্রশান্ত কুমার বড়ুয়া। অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডঃ জ্ঞানরত্ন মহাথেরো। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আলম, হাটহাজারী ও রাউজান প্রেস ক্লাব সভাপতি যথাক্রমে কেশব কুমার বড়ুয়া ও মো. শফিউল আলম, ১১ নং ফতেপুর ইউপি চেয়ারম্যান জায়নুল আবেদিন, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম। সাংবাদিক রতন কুমার বড়ুয়া ও শ্যামল কান্তি বড়ুয়ার সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক স ম জিয়াউর রহমান, প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতা, সুভাষ চন্দ্র বড়ুয়া, তাপস কুমার বড়ুয়া, অরুপ বড়ুয়া প্রমুখ।