হাটহাজারীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ৪ বসতঘর

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ১০ জুলাই, ২০২৩ at ৫:৫৪ পূর্বাহ্ণ

হাটহাজারীর ধলই ইউনিয়নের পূর্ব ধলই এলাকায় গতকাল রোববার দিবাগত রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বেলায়েত আলী সওদাগরের বাড়িতে এই অগ্নিকাণ্ডে চার পরিবারের বসতঘর পুড়ে একেবারে নিঃস্ব হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ বিশ লক্ষাধিক টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল রোববার রাত ৮টার দিকে ধলই ইউনিয়নের বেলায়েত আলী সওদাগরের বাড়িতে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে এই বাড়ির নেজাম উল্ল্যাহ, আবুল বশর লেদু, আবু সালেহ ও মোহাম্মদ আলমের বসতঘর পুড়ে যায়। এ সময় নগদ দুই লাখ টাকা, মোটরসাইকেল, স্বর্ণালংকারসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। সংবাদ পেয়ে হাটহাজারী থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মাদ শাহজাহান অগ্নিকাণ্ডের ঘটনা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে একদিনেই রেকর্ড ১১১ জনের ডেঙ্গু শনাক্ত
পরবর্তী নিবন্ধদুর্গম ধোপাছড়ি থেকে অস্ত্রসহ ৩ পাহাড়ি সন্ত্রাসী গ্রেপ্তার