হাটহাজারীস্থ নতুন হাটে আহলে সুন্নাত ওয়াল জামাআত ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত রাহমাতুল্লিল আলামিন বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শুক্রবার সম্পন্ন হয়েছে।
পরিষদের সভাপতি মোহাম্মদ ঈসমাইল হোসেন টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নৌবাহিনী কলেজ চট্টগ্রামের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইকবাল। তিনি বলেন, তোমার চেষ্টা তোমার শক্তি, তোমার বিনয় তোমার ভিত্তি। অহংকার নয়, সাফল্য তোমার সঙ্গী হোক। তিনি মেধার সঠিক ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করে আরও বলেন, অনেক মেধাবী কেবল অহংকারের কারণে হারিয়ে যায়, তাই সফলতার শীর্ষে পৌঁছাতে হলে বিনয়ী ও নিরলস চেষ্টার কোনো বিকল্প নেই।
বৃত্তি পরীক্ষার সচিব শেখ সাফওয়ান ইউসুফ ইশানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বৃত্তি পরীক্ষার আহ্বায়ক শাহাদাত হাসান আরভী এবং আহলে সুন্নাত ওয়াল জামাআত ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোরশেদ আলমসহ সংগঠনের উপদেষ্টামণ্ডলী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ট্যালেন্টপুল এবং সাধারণ এই দুটি বিভাগে ১১টি প্রতিষ্ঠানের মোট ১৮ জন কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও পুরস্কার প্রদান করা হয়।–বিজ্ঞপ্তি।