হাটহাজারীর নন্দীরহাট এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গতকাল রোববার ভোরে নন্দীরহাটের দক্ষিণে ধোপার দিঘীরপাড় এলাকা থেকে তারা মিছিলটি শুরু করে।
জানা গেছে, ভোরে চিকনদণ্ডী ইউনিয়ন যুবলীগের নেতা হাসান মুরাদের নেতৃত্বে ১২ থেকে ১৫ জন নেতাকর্মী মিছিলে অংশ নেয়। এতে নিষিদ্ধ ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার যুগ্ম সম্পাদক ইকবাল হোসেনও ছিলেন। তবে তিন মিনিটের মধ্যেই তারা মিছিলটি শেষ করে সটকে পড়েন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই মিছিলের ভিডিওতে দেখা যায়, ‘হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ–সহযোগী সংগঠন, চট্টগ্রাম’ লেখা একটি ব্যানার ধরে মিছিলটি করা হয়। মিছিলে থাকা কয়েকজন হেলমেট পরিহিত ছিলেন। এছাড়া কয়েকজন কাপড় দিয়ে মুখ ঢেকে মিছিলে অংশ নেন।
হাটহাজারী মডেল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া জানান, ভিডিও দেখে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।










