হাটহাজারী উপজেলার মধ্যম মাদার্শা গ্রামের একটি তিনতলা ভবনের ফ্ল্যাট থেকে শেখ মুহাম্মদ তসলিম রেযা (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার বিকেলে ভবনের তিন তলার ডাইনিং রুমের ফ্যানের হুকের সাথে ঝুলন্ত অবস্থায় তসলিম রেযার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত শেখ আহমদের পুত্র। রেযা মিউচুয়াল ট্রার্স্ট ব্যাংক নজুমিয়াহাট শাখার উপ ব্যবস্থাপক ছিলেন। জানা যায়, তসলিম রেযা ভাইদের সাথে সম্পত্তির বিরোধ নিয়ে মানসিক চাপে ছিলেন। গতকাল রোববার দুপুরে তাকে মদুনাঘাট বাজার থেকে ঘরের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে দেখা গেছে।
পরিবারের সদস্যরা বলেছেন–তিনি যখন বাজার করে এনেছিলেন তখন তার স্ত্রী নার্গিস আক্তার ভবনের নিচের তলায় কোনো কাজে নেমেছিলেন। কাজ শেষে উপরে উঠে দেখেন ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। ডাকাডাকি করে সাড়া না পেলে দরজা ভেঙে ভেতরে গিয়ে স্বামীকে ফ্যানের হুকের সাথে লাশ ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে প্রতিবেশীরা এসে পুলিশকে ঘটনা জানায়। খবর পেয়ে মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মহিউদ্দিন সুমন ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রির্পোট করে ময়নাতদন্তের জন্য লাশ নিয়ে যান।
এ বিষয়ে জানতে চাইলে পরিদর্শক মহিউদ্দিন সুমন বলেন, লাশ ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছিল। নিহত ব্যক্তির পরিবার থেকে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য আবেদন করা হলে পরিবারের হাতে লাশ হস্তান্তর করা হয়। জানা যায়, তসলিম রেযা এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক।