হাটহাজারীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ১ ফেব্রুয়ারি, ২০২৩ at ১১:২১ পূর্বাহ্ণ

হাটহাজারীর ৩নং মির্জাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গত সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অসহায়দের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আকতার হোসেন খানের সহযোগিতায় এবং সরকারহাট চক্ষু সেবা কেন্দ্রের ব্যবস্থাপনায় এ সেবা প্রদান করা হয়। এই চিকিৎসা সেবা ক্যাম্প উদ্বোধন করেন হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম। এ সময় ইউপি চেয়ারম্যান আকতার হোসেন খাঁন সুমন, ইউপি সদস্যবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল মনসুর ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে দুই ইটভাটাকে ৬০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধমানুষের কল্যাণে কাজ করে গেছেন জাফর আহমদ চৌধুরী