হাটহাজারীতে বিদ্যুৎ শ্রমিকদের বিক্ষোভ

৫ দফা দাবি

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫ at ৮:০২ পূর্বাহ্ণ

জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন হাটহাজারী শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে হাটহাজারী বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মো. হুমায়ুন কবির, মোহাম্মদ ছালে, জহুর সেলিম। সমাবেশে কেন্দ্রীয় কর্মসূচির ৫ দফা দাবিগুলো উপস্থাপন করা হয়। দাবিগুলো হলো, ঈদুল আযহার পূর্বে এপিএ (অচঅ) বোনাস এবং অপেক্ষমাণ ওটি ও ওটি এ বিল পরিশোধ করতে হবে। ছুটি নগদায়ন পূর্বের ন্যায় চালু করতে হবে। ফ্যাসিবাদের দোসর দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের চিহ্নিত করে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। ২০ মার্চ ২০২৫ ইং বিদ্যুৎ ভবনে অত্র সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা ও মিথ্যা মামলাকারী বিদ্যুৎ শ্রমিকলীগ ও বহিরাগত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। শ্রমিক দলের সংগঠন বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নংবি১৮৮৬) কে সাংগঠনিকভাবে দুর্বল করার জন্য নেতাকর্মীদের হয়রানিমূলক বদলী বন্ধ ও বাতিল করতে হবে। কর্মচারীদের পদোন্নতির ক্ষেত্রে সার্ভিস রুল বহির্ভূত ৩, ৫ ও ৯ বছরের বার বাতিল করতে হবে এবং সরকারের নির্দেশমতো অবিলম্বে সকল শূন্য পদে নিয়োগ দিতে হবে। এছাড়া মৃত কর্মকর্তা/কর্মচারীর পোষ্যসহ অস্থায়ী ভিত্তিতে নিয়োগকৃত সকল কাজ নাই মজুরি নাই, দৈনিক মজুরি, আর এফ কিউ, পিসরেট কর্মচারীদের স্থায়ী নিয়োগ দিতে হবে। এ সময় উপস্থিত বক্তারা বলেন, পিচ্‌ রেইট মিটার পাঠকরা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছে। মো. লোকমানের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে পিচ রেইট মিটার পাঠক ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ নাঈম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ, অর্থ সম্পাদক আব্দুল মালেক সুমন, লাইনম্যান সাহায্যকারী, মিটার পাঠক ও সিনিয়র স্টাফরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় বীর মুক্তিযোদ্ধা মহসীন খান স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধড. ওবায়েদুল্লাহ ছিলেন আমাদের চিন্তা চেতনা শিক্ষাদর্শের প্রেরণা