হাটহাজারীতে বিদ্যুতের খুঁটিতে উঠে কাজ করার সময় হঠাৎ নিচে পড়ে গিয়ে মো. ইছাক (৬০) নামের এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।
সোমবার (১১ অগাস্ট) বেলা সাড়ে এগারটার দিকে হাটহাজারী পৌরসভার ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত ইছাক একই এলাকার ঠান্ডা মৌলবি বাড়ির মৃত মো. আমির আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন বেলা সাড়ে দশটার দিকে মো. ইছাক উল্লেখিত এলাকার ৫নং ওয়ার্ডের সেন বাড়িতে বিদ্যুতের খুটিতে উঠে কাজ কাজ করছিলেন। এ সময় অসাবদানতাবসত পা পিছলে নিচে মাটিতে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ফটিকা কামাল পাড়া ক্লাবের সভাপতি মো. ওসমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইছহাক ভাই কামাল পাড়া ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তিনি গত দুইদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি দুই ছেলে ও এক কন্যা সন্তানের জনক ছিলেন। আজ বাদে আছর হাটহাজারী বড় মাদ্রাসা মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে বলেও জানান তিনি।
হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক নাজমুল হাসান সোমবার বিকালের দিকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জেনেছি তিনি সিড়ি থেকে পড়ে আহত হয়ে মারা গেছেন। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে খবর নিয়ে জানা গেছে হাসপাতালে নেয়ার পূর্বেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছিলো। আর সেখানে পুলিশ কেসও লেখা ছিলোনা। এছাড়া এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগও নেই বলে জানান তিনি।