হাটহাজারীতে বিএনপির ২১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ২৮ জুলাই, ২০২৩ at ৬:৪০ পূর্বাহ্ণ

হাটহাজারীতে গতকাল বৃহস্পতিবার রাতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আয়মান আওসাফ শাহ চৌধুরী ( ২৭) নামে এক ব্যক্তি এই মামলা দায়ের করেন। মামলায় ২১ জনের নামোল্লেখ ও আরো ৮০/১০০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। বেআইনী পথরোধ করে ভয়ভীতি প্রদর্শন সহ বিস্ফোরক (ককটেল) মজুদ রাখার অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৪২/ ২৬২।

পুলিশ জানায়, মামলার আসামিরা হলেন মোঃ তকিবুল হাসান চৌধুরী (তকি), মোঃ জাকির হোসেন, অহিদুল আলম, নুর মোহাম্মদ, সোলাইমান মঞ্জু, মোহাম্মদ সেলিম উদ্দিন (সেলিম চেয়ারম্যান), মোহাম্মদ গিয়াস উদ্দিন প্রকাশ গিয়াস চেয়ারম্যান, মো আব্দুস শুকুর মেম্বার, নুরুল কবির তালুকদার, কাজী মোঃ এরশাদ, মোঃ এয়াকুব মেম্বার, রেজাউল করিম চৌধুরী রকি, জি এম সাইফুল ইসলাম, মোঃ ফখরুল হাসান, মির্জা মোঃ এমদাদুল হক, মোঃ হেলাল উদ্দিন প্রকাশ হেলাল, মো: আইয়ুব খান, সৈয়দ মোঃ মহসীন, কাউনাইন চৌধুরী টিপু, নাছিম উদ্দিন প্রকাশ নাছিম মেম্বার ও মোঃ নুরুল আমিন।

পূর্ববর্তী নিবন্ধদিল দরিয়ার মাঝে
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়া ও সীতাকুণ্ডে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত