হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিদের মাঝে পোনা বিতরণ

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৪ অক্টোবর, ২০২৪ at ৮:৪৯ পূর্বাহ্ণ

হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩২৭ জন প্রান্তিক সুফলভোগী মৎস্য চাষিদের মাঝে কার্প জাতীয় মাছের পোনা বিতরণ করা হয়েছে। গত সোমবার মেখল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সিনিয়র মৎস্য অফিসারের কার্যালয়ের আয়োজনে সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীনের সভাপতিত্বে পোনা বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলার ১৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ৩২৭ জন মৎস্য চাষিদের বিনামূল্যে ৬শ ৫০ কেজি পোনা বিতরণ করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আমিনুল ইসলামের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন আব্দুল কাদের, মো. ইছমাইল, সাইফুল ইসলাম, সৈয়দ মেম্বার, সেলিম শিকদার, আলি আকবর, কাজী এরশাদ, মো. জসিম উদ্দিন মেম্বার, রফিক মেম্বার, মো. জালাল উদ্দিন মেম্বার, মো. লোকমান হোসেন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের পিস পোস্টার কনটেস্ট
পরবর্তী নিবন্ধইউএসটিসিতে রিসার্চ গ্রান্ট কল-৫ এর গবেষণা অনুদান