হাটহাজারীতে মো. সালাউদ্দিন (৩৬) নামে এক ব্যক্তি বজ্রপাতের ঘটনায় নিহত হয়েছে। সোমবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার ফতেপুর ইউনিয়নস্থ নেহালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বেলা ১২ টার দিকে উল্লেখিত ইউপির ৯নং ওয়ার্ডের আবদুল করিম মুন্সি বাড়ির মৃত কবির আহমদের পুত্র সালাউদ্দিন বৃষ্টির মধ্যে জমিতে চাষাবাদের কাজ করতে যায়। এ সময় হঠাৎ বজ্রপাত হলে গুরুতর আহত হয় সে।
পরে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
জানতে চাইলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জায়নুল আবেদীন সোমবার সন্ধ্যার দিকে ঘটনার সত্যতা স্বীকার করে দৈনিক আজাদীকে বলেন, ওই ওয়ার্ডের ইউপি সদস্য আমাকে বলেছেন, নিহত সালাউদ্দিন এক সন্তানের বাবা ছিলেন।
একইদিন বাদে আছর তার নিজ গ্রামের বাড়ির মসজিদ মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থান তাকে দাফন করা হয়েছে।