হাটহাজারীতে বজ্রপাতে কৃষকের গাভীর মৃ’ত্যু

হাটহাজারী প্রতিনিধি

| শুক্রবার , ৩ মে, ২০২৪ at ৬:১৯ অপরাহ্ণ

হাটহাজারীতে বজ্রপাতে দরিদ্র এক কৃষকের একটি দুধের গাভীর মৃত্যু হয়েছে। শুক্রবার (০৩ মে) বেলা সাড়ে ১১ টার দিকে দৈনিক আজাদীকে সংশ্লিষ্ট ইউপি মেম্বার ছগির আহম্মদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আজগর আলী ফকির বাড়িতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক দোস্ত মোহাম্মদ জানান, শুক্রবার ভোর রাতে গরুটি গোয়াল ঘরে বাধা ছিলো। সকালের আজানের সময় বৃষ্টিসহ বজ্রপাতের সময় গোয়াল ঘরের পাশের একটি গাছে (ঠাডা) বজ্রপাত হলে ঘরে থাকা গরুটি মারা যায়। এতে আমার ১ লাখ ২০ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে।

ওই গাভি থেকে দৈনিক ৫/৬ লিটার দুধ পেতেন বলেও জানান তিনি। আর সে দুধের টাকায় তার স্ত্রী ছোট ছোট ৪ সন্তানসহ ছয় জনের সংসারটি চলতো। এখন কিভাবে এ সংসার চলবে সে চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন ওই কৃষক।

সংশ্লিষ্ট ইউপি মেম্বার ছগির আহম্মদ দৈনিক আজাদীকে বলেন, ক্ষতিগ্রস্ত ওই কৃষক খুবই দরিদ্র। গরুটিও অন্যের কাছ থেকে বর্গা নিয়ে লালন-পালন করছিলেন তিনি।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সূজন কানুনগো শুক্রবার দুপুর ১ টার দিকে দৈনিক আজাদীকে বলেন, একটু পূর্বে খবরটি শুনেছি। আমার কার্যালয় থেকে লোক পাঠিয়ে খবর নিয়ে দেখছি।

পূর্ববর্তী নিবন্ধস্বাস্থ্য সহকারী পদের পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে চট্টগ্রামে যুবক ধরা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে বইপ্রেমিদের জন্য ব্যতিক্রমী বই বিনিময় উৎসব