হাটহাজারীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে মাদার্শা চ্যাম্পিয়ন

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ জুন, ২০২২ at ৮:০০ পূর্বাহ্ণ

 

 

হাটহাজারী উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল সোমবার বিকালে হাটহাজারী পার্বতি মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। হাটহাজারী পৌরসভা ফুটবল একাদশ ও মাদার্শা ফুটবল একাদশের মধ্যকার খেলাটি নির্ধারিত সময়ে ১১ গোলে অমিমাংসিতভাবে শেষ হয়। পরে টাইব্রেকারে মাদার্শা ৪৩ গোলে হাটহাজারী পৌরসভাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। মাদার্শা ফুটবল একাদশের জুয়েল ম্যান অব দ্যা টুর্নামেন্ট এবং পৌরসভার দীপ্ত দাশ ম্যান অব দ্যা ফাইনাল মনোনীত হয়। খেলা শেষে হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জাফরের সভাপতিত্বে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নুরুল আলম বাশেক। এতে উপস্থিত ছিলেন কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল মহাজন, ছিপাতলী ইউ.পি চেয়ারম্যান নুরুল আহসান লাবু, হাটহাজারী পৌর নির্বাহী কর্মকর্তা বিপ্লব চন্দ্র মুহুরী, পৌরসভা কাউন্সিলর শামসুল আলম চৌধুরী। হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আবু সরোয়ার চৌধুরী, শাহেদুল হক খোকন, মো. রাশেদ, সিরাজ মেহেদী, বিজয় দে, শাহেদুল আলম শাহিন, ইঞ্জিনিয়ার মুহিবুল হক, খেলোয়াড় সমিতির সভাপতি মো. সোহেল রানা, জাগৃতির সাধারণ সম্পাদক মো. ওসমান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআজ মালয়েশিয়ার সামনে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট শুরু