হাটহাজারীতে ফসলী জমির মাটি কাটার অপরাধে স্কেভেটর জব্দ, জরিমানা

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ৪ মার্চ, ২০২২ at ১০:১৭ অপরাহ্ণ

হাটহাজারীতে ফসলী জমির মাটি (টপ সয়েল) কাটার অপরাধে একটি স্কেভেটর জব্দ করেছে উপজেলা প্রশাসন।

আজ শুক্রবার (৪ মার্চ) রাতে উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকা থেকে এই স্কেভেটরটি জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম বলেন, “কৃষি ও ফসলী জমির টপসয়েল বাণিজ্যিকভাবে ব্যবহারের অপরাধে স্কেভেটরের মালিক মো. মুন্নাকে ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ টাকা জরিমানা করা হয়।”

পূর্ববর্তী নিবন্ধঅশ্লিল ছবি ছড়িয়ে তরুণীকে ব্ল্যাকমেইল
পরবর্তী নিবন্ধনিষেধাজ্ঞায় পড়া রুশ ব্যাংকগুলোর সঙ্গে লেনদেন এড়াতে বলছে বাংলাদেশ ব্যাংক