হাটহাজারীতে গত বৃহস্পতিবার প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায়, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এই অনুষ্ঠানের আয়োজন করে।
সেবা সপ্তাহ ও প্রদর্শনীর এবারের প্রতিপাদ্য বিষয় নির্ধারিত ছিল– ‘প্রাণিসম্পদে ভরবো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত প্রদর্শনীতে ৩৫টি স্টলে উদ্যোক্তাগণ তাদের পালিত বিভিন্ন প্রজাতির প্রাণি প্রদর্শন করেন। সেবা সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুজন কানুনগো। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মসিউজ্জামান, নব নিযুক্ত পৌরপ্রশাসক মঞ্জুরুল আলম চৌধুরী, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল আলম বাশেক, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, উপজেলা কৃষি কর্মকতা কৃষিবিদ আল মামুন সিকদার, চেয়ারম্যান আকতার হোসেন খাঁন সুমন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ডাঃ রেবেকা সুলতানা স্বপ্না। সভায় উদ্যোক্তাদের পক্ষে বক্তব্য রাখেন শাহাবুদ্দিন মানিক ও ওমর পারভেজ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন ও গীতা থেকে পাঠ করেন যথাক্রমে জামশেদুল ইসলাম ও রনজিত কুমার নাথ।












