হাটহাজারীতে গলায় ওড়না পেঁছিয়ে ফারজানা আকতার মনি (২৫) নামে এক প্রবাসী স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হাজীপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। সে ওই এলাকার প্রবাসী জাবেদ হোসনের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকালে ফারজানা পরিবারের লোকজনের অজান্তে বসত ঘরে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁছিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন তাকে অনেক ডাকাডাকি করার পর ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে। ইউপি সদস্য শামসুল করিম নয়ন আত্মহত্যার ঘটনা নিশ্চিত করে বলেন, কি কারণে সে আত্মহত্যা করেছে তার সঠিক কারণ জানা যায়নি।
হাটহাজারী থানার উপ-পরিদর্শক আমিরুল মুজাহিদ বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।