হাটহাজারীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২২ জুন, ২০২৩ at ৯:৫৭ পূর্বাহ্ণ

হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ উঠেছে। ইউনিয়নের ৫ নং ওয়ার্ড কালা বাদশাহ পাড়ায় গতকাল বুধবার ভোরে এ ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে বলে গণমাধ্যমকে জানান ভুক্তভোগী আতাউল গনি লিটন। তিনি ওই এলাকার মো. শফিউল আলম মাস্টারের ছেলে। এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় গতকাল অজ্ঞাতনামাদের বিবাদী করে লিখিত অভিযোগ করেছেন লিটন।

অভিযোগের বিবরণে জানা যায়, ভোরে ফজর নামাজে যাওয়া মসজিদের মুসল্লিদের মাধ্যমে খবর পেয়ে লিটনের ছোটভাই রহমতুল গনি শিপন ও তার মা রাজুনা বেগম ঘটনাস্থলে গিয়ে দেখতে পান দুইমাস আগে পুকুরে দেওয়া বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে ওঠেছে। পরে থানায় অভিযোগ করলে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। লিটন জানান, তিনি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে পুকুরে মাছ চাষ করেছিলেন।

থানার উপপরিদর্শক মো. জসিম উদ্দিন জানান, থানায় অভিযোগ করার পর তিনি সংগীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তদন্তসাপেক্ষে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম তীরে গুলিতে চার ইসরায়েলি নিহত
পরবর্তী নিবন্ধঈদের আগের দুদিন শিল্প এলাকায় ব্যাংক খোলা