হাটহাজারীতে কোটা বিরোধীদের সমর্থন জানিয়ে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীরা গতকালও দ্বিতীয় দিনের মত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে দারুল উলুম মঈনুল ইসলাম প্রকাশ হাটহাজারী বড় মাদ্রাসার সামনে চট্টগ্রাম–খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের উপর তারা এ বিক্ষোভ প্রদর্শন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে হাটহাজারী মাদ্রাসার সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে প্রায় ২৫–৩০ মিনিটের মতো অবস্থান করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এসময় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে যাত্রী সাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হয়। প্রায় আধঘণ্টা পর বিক্ষোভকারীরা সরে গেলে সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।